26 C
Chittagong
শনিবার, ৫ অক্টোবর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদআইন আদালতজাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে প্রধান বিচারপতির শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে প্রধান বিচারপতির শ্রদ্ধা

সুসংবাদ ডেস্ক:

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

বৃহস্পতিবার দুপুরে প্রধান বিচারপতি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। খবর বাসসের।

পরে তিনি সমাধি বেদীর পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মহান নেতার স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান বিচারপতি ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, বঙ্গমাতা, ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

পরে তিনি টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু ভবনে যান। সেখানে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

সুপ্রিম কোর্টের বিচারপতি, পদস্থ কর্মকর্তা, গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

মঙ্গলবার দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন ওবায়দুল হাসান।