বাঁশখালী সাহিত্য পরিষদের জমজমাট সাহিত্য আড্ডা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৬ সেপ্টেম্বর) বিকালে সাহিত্য পরিষদের উদ্যোগে পুকুরিয়াস্থ কাব্য উদ্যানে সাহিত্য আড্ডা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
পরিষদের আহবায়ক কবি কমরুদ্দিন আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু ওবাইদা আরাফাতের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক মাঈন উদ্দিন জাহেদ।
এতে বাঁশখালীভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল বাঁশখালী টাইমসের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে প্রকাশিত ম্যাগাজিনের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচনও করেন অতিথিরা।
সাহিত্য আড্ডা শেষে বাঁশখালী শিল্পকলা একাডেমির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সাহিত্যপাঠ ও আলোচনায় অংশ নেন গল্পকার পান্থজন জাহাঙ্গীর, কবি মোস্তফা হায়দার, বাঁশখালী শিল্পকলা এডাডেমির অধ্যক্ষ প্রনব কুমার সিকদার, কিশোর ঔপন্যাসিক আরকানুল ইসলাম, কবি আরিফা সিদ্দিকা, প্রাবন্ধিক মঈনুল আজীম সোহেল, শিল্পী সম্পা দাশ, চিত্রশিল্পী অপরূপ দে, জুয়েল কান্তি দেব দাশ, সুকুমার মল্লিক, প্রাবন্ধিক জাহেদুল ইসলাম, গল্পকার ওমর ফারুক, কবি এম. এ. হান্নান, মু. মনছুরুল আলম, প্রিয়ন্তী গুহ প্রমুখ।
এসময় বক্তারা বলেন- ‘বাঁশখালী উপজেলা ইতিহাস, ঐতিহ্য ও সাহিত্যে উর্বর এক সম্ভাবনাময়ী জনপদ। প্রাকৃতিক সৌন্দর্য ও ভৌগোলিক বিশেষত্বের কারণে এটি দেশের অন্যতম পর্যটন উপজেলা। মধ্যযুগের সাহিত্য থেকে শুরু করে আধুনিক সাহিত্যের বিভিন্ন শাখা ও গবেষণায় এ অঞ্চলের কবি-সাহিত্যিকগণের অবদান উল্লেখযোগ্য।’
উল্লেখ্য, বাঁশখালী সাহিত্য পরিষদ ২০১৫ সালে যাত্রা শুরু করে এ পর্যন্ত বিভিন্ন সাহিত্য আড্ডা ও সাহিত্য সম্মেলন আয়োজন করেছে। ভবিষ্যতে এ সংগঠনের সদস্য অন্তর্ভুক্তি, পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়।