শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর তাড়া করতে গিয়ে কোনো উইকেট না হারিয়ে জয় তুলে নিয়েছে ভারত। ৫১ রানে লক্ষে ছয় দশমিক এক ওভারেই জয় তুলে নেয় রোহিত বাহিনী। এই জয়ের মধ্যে দিয়ে অষ্টমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতলো ভারত।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত শুরু পায় ভারত। শুবমান গিল ও ঈশান কিষাণের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৩৭ বল খেলেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। ঈশান অপরাজিত ছিলেন ১৮ বলে ২৩ রান করে। আর গিল ২৭ রান করে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন।
ম্যাচ সেরা হয়েছেন মোহাম্মদ সিরাজ।
ভারতের একাদশ : শুভমান গিল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।
শ্রীলঙ্কার একাদশ : পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ভেল্লালাগে, প্রমোদ মাদুশান, দুশান হেমন্থ ও মাথিশা পাথিরানা।