নেচে-গেয়ে নিজেদের গায়েহলুদ অনুষ্ঠান উদযাপন করেছেন আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ।
শুক্রবার রাজধানীর মিরপুর ডিওএইচএসের মসজিদে বিয়ে সম্পন্ন হয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফরমের এই দুই তারকার। আর ঢাকার আর্মি অফিসার্স ক্লাবে গায়েহলুদ অনুষ্ঠান আয়োজন করা হয়। যেখানে মুনজেরিন ও আয়মান সাদিকের কাছের মানুষজন উপস্থিত ছিলেন।
শুধু পলকই নন, আয়মান ও মুনজেরিনও একই সঙ্গে তুমুল উচ্ছ্বাসে গাইতে থাকেন, ‘সেই তুমি কেন এত অচেনা হলে…’
আয়মান সাদিক ২০১৫ সালে ‘১০ মিনিট স্কুল’ প্রতিষ্ঠা করেন।
মুনজেরিন শহীদের জন্ম চট্টগ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছিলেন।