18.9 C
Chittagong
রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদশিরোনামঅক্টোবর নাগাদ ওরা বাংলাদেশকে ধ্বংস করতে মানচিত্রে থাবা দিবে : শামীম ওসমান

অক্টোবর নাগাদ ওরা বাংলাদেশকে ধ্বংস করতে মানচিত্রে থাবা দিবে : শামীম ওসমান

সুসংবাদ ডেস্ক:

বিএনপি-জামায়াতের উদ্দেশে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘এই সেপ্টেম্বর থেকে অক্টোবর নাগাদ ওরা বাংলাদেশকে ধ্বংস করতে মানচিত্রে থাবা দিবে, ওরা বাংলাদেশের গণতন্ত্রে বিষধর ছোবল দিবে। তবে ক্ষমতায় আসার জন্য নয়, বাংলাদেশকে ধ্বংস করার জন্য। আমি গ্যারান্টি দিয়ে বলছি শেখ হাসিনা আগামীর প্রধানমন্ত্রী হবেন।’

শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের দুই নম্বর রেলগেটে ‘বীর বাঙ্গালি ঐক্য গড়ো, বাংলাদেশ রক্ষা করো’ স্লোগানে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশের সভাপতির বক্তব্যে শামীম ওসমান বলেন, ‘২১ বার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। আমাদের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখুন, তিনিই আমাদের স্বপ্ন। আমাদের রাজনীতি করার কথা ছিল না। বঙ্গবন্ধু বেঁচে থাকলে আমরা জাপানের চেয়েও উন্নত দেশ থাকতাম। বঙ্গবন্ধু আওয়ামী লীগের সম্পদ ছিলেন না, শেখ হাসিনাও আজ শুধু আওয়ামী লীগের সম্পদ নন, আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ শেখ হাসিনা।’

আওয়ামী লীগ কারো পায়ে ভর দিয়ে দাঁড়াইনি জানিয়েছে শামীম ওসমান বলেন, ‘যারা বাংলাদেশকে তুচ্ছতাচ্ছিল্য করতে চায়, তাদের বলতে চাই আমরা কারও পায়ে ভর দিয়ে দাঁড়াইনি। বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে নিজের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে।’

নেতাকর্মীদের উদ্দেশে শামীম ওসমান বলেন, ‘যারা আমাদের ভয় দেখাতে চান তাদের কি ছাড় দেয়া হবে? হবে না।’

সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, সাধারণ সম্পাদক খোকন সাহাসহ অন্যরা উপস্থিত ছিলেন।