প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, কৃষি-শিল্প এবং কৃষি-উদ্যোক্তাদের বিকাশ স্থানীয় কৃষি খাতের পাশাপাশি ক্ষুদ্র কৃষকদের জীবিকার ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে। কৃষিতে বিনিয়োগ শুধু খাদ্য নিরাপত্তার উন্নতি এবং টেকসই উন্নতির জন্য সবচেয়ে কার্যকর কৌশল নয়, এটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্যও অপরিহার্য।
বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) আয়োজিত কৃষি উদ্যোক্তাদের এক সমাবেশে মন্ত্রী এ মন্তব্য করেন। শনিবার সিলেট আমান উল্লাহ কনভেনশন সেন্টারে সিলেট জেলার কৃষি উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম ভূঁইয়া বলেন, ‘আমাদের বিশেষ সিএসআর প্রকল্প দেশের কৃষি-উদ্যোক্তাদের মনে একটি ভরসার নতুন জানালা খুলে দেবে। সোনার বাংলা গড়ার মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে কৃষি ও কৃষকদের পাশে দাঁড়ানোর পথ খুঁজে পেতেই আমরা এই প্রকল্প গ্রহণ করেছি। আমরা কৃষক ও কৃষি উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে চাই।’
দিনব্যাপী অনুষ্ঠিত এই কৃষি উদ্যোক্তা সমাবেশ ও প্রশিক্ষণে সিলেট জেলার ১৩টি উপজেলার প্রায় ৪০০ নির্বাচিত কৃষি উদ্যোক্তা অংশগ্রহণ করেন। ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশনের মাটি ও মানুষ অনুষ্ঠানের উপস্থাপক ও কৃষি তথ্য বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক, বিসেফ ফাউন্ডেশনের সভাপতি ও বিশিষ্ট্য কৃষিবিজ্ঞানী ড. এম জয়নুল আবেদীন, সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি (সাউথ) মো. সোহেল রেজা, সিলেট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোবারক হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো. খায়ের উদ্দিন মোল্লা, জৈন্তাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ডা. আবদুল্লাহ আল মাসুদ, জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদ, ইউসিবির আঞ্চলিক প্রধান আমিনুল হক চৌধুরী, বিয়ানীবাজারের কৃষি উদ্যোক্তা পারুল বেগম, গোলাপগঞ্জের কৃষি উদ্যোক্তা শাহজাহান আহমেদ টিপু, ইউসিবির সিলেট শাখার ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম প্রমুখ।