26 C
Chittagong
শনিবার, ৫ অক্টোবর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদজাতীয়ডেঙ্গুতে মৃত্যু ৮০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু

ডেঙ্গুতে মৃত্যু ৮০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু

সুসংবাদ ডেস্ক:

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে সারা দেশে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়ে ৮০৪ হয়েছে। নতুন মৃত ১৪ জনের মধ্যে ঢাকার বাসিন্দা পাঁচজন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার ৫৯৮ রোগী।

তাদের মধ্যে ৮৮১ জন ঢাকার বাসিন্দা।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এমন তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শনিবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৬৪ হাজার ৫৬২ জন।

বছরের একই সময়ে আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এক লাখ ৫৩ হাজার ৪২৮ জন।