26 C
Chittagong
শনিবার, ৫ অক্টোবর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদশিরোনামস্ত্রীর মৃত্যুর পরদিনই চলে গেলেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সোহান

স্ত্রীর মৃত্যুর পরদিনই চলে গেলেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সোহান

সুসংবাদ ডেস্ক:

স্ত্রীর মৃত্যুর পরদিনই না ফেরার দেশে চলে গেলেন দেশের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান।

বুধবার বিকেলে উত্তরার নিজ বাসায় ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়। পরে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।

চলচ্চিত্র পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘কী অদ্ভুত জীবন মৃত্যুর খেলা! স্ত্রী বিয়োগের চব্বিশ ঘণ্টা না পেরোতেই পরপারে চলে গেলেন, সবার প্রিয় পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক সভাপতি, সোহানুর রহমান সোহান স্যার।’

সোহানুর রহমান সোহান বর্তমানে ইউনিভার্সেল পারফর্মিং আর্টস ইনস্টিটিউটের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।

শিবলী সাদিকের সহকারী হিসেবে ১৯৮৮ সালে সোহানুর রহমান সোহান চলচ্চিত্র কর্মজীবন শুরু করেন।

তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বিশ্বাস অবিশ্বাস’ (১৯৮৮)। জনপ্রিয় চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘কেয়ামত থেকে কেয়ামত’ (১৯৯৩), ‘স্বজন’ (১৯৯৬), ‘আমার ঘর আমার বেহেশত’, ‘অনন্ত ভালবাসা’ (১৯৯৯)।

শাকিব খানের মুক্তি পাওয়া প্রথম চলচ্চিত্র ‘অনন্ত ভালবাসা’রও পরিচালক ছিলেন তিনি।

সোহানুর রহমান সোহানের হাত ধরেই চলচ্চিত্রে আসেন জনপ্রিয় অভিনয় শিল্পী সালমান শাহ, মৌসুমী, পপি ও ইরিন জামান।