28.2 C
Chittagong
শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদশিরোনামএশিয়ান গেমসের উদ্বোধনীতে পতাকা বহন করবেন সাবিনা

এশিয়ান গেমসের উদ্বোধনীতে পতাকা বহন করবেন সাবিনা

সুসংবাদ ডেস্ক:

ফুটবলের সাথে সাবিনা খাতুনের বন্ধনটা দীর্ঘদিনের। তার সমসাময়িক সাবাই ছেড়েছেন ফুটবল অথচ তিনি লিখে চলেছেন নিত্য নতুন গল্প। আসুক যত বাঁধা লড়াই করার মন্ত্র সাবিনার জানা। তার নেতৃত্বেই গেল বছর সাফের শিরোপা জিতে নারী ফুটবল দল। নেতৃত্ব দিচ্ছেন নারী ফুটবল দলকেও। এবার মার্চপাস্টে এশিয়ান গেমসের উদ্বোধনীতে বাংলাদেশের পতাকা বহন করবেন সাবিনা খাতুন।

লম্বা ফুটবল ক্যারিয়ারে ঘরোয়া লিগে সব থেকে বেশি গোলের রেকর্ডটাও তার দখলে। বিদেশের লিগ থেকেও ডাক আসে হর হামেশা। সেই সাবিনা বহন করবেন এশিয়ান গেমসে লাল-সবুজ পতাকা।

সুযোগ-সুবিধা ও বেতন বাড়ানো হয়েছে নারী ফুটবলারদের। বাফুফের সাথে সম্পর্কটা হয়েছে কি আগের মতো?

সাবিনা জানান, প্লেয়াররা যা চেয়েছেন- ফেডারেশন তাদের সাধ্যমতো তা দেয়ার চেষ্টা করেছে।

কারো জন্য কোন কিছু থেমে থাকে না। কোচ গোলাম রাব্বানী ছোটন ছেড়ে গেছেন। তার জায়গায় দায়িত্ব নিয়েছেন সাইফুল বারী টিটু। দেশের জন্য গৌরব বয়ে আনা নারী ফুটবলাররা নিজেদের প্রমাণ করেছে বার বার। ওরা সাউথ এশিয়ার সেরা। দেশ-বিদেশে জিতেছে একাধিক শিরোপা।

সাইফুল বারী টিটু জানান, আমাদের দুই ধরনের প্লান আছে। মেয়েদের চাওয়া মতোই আমরা কাজ করছি।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে চীনে শুরু হবে এশিয়ান গেমস। নারী ফুটবল ইভেন্টে সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল, ভিয়েতনাম এবং এশিয়ার পাওয়ার হাউজ জাপান। ক্রেডিট: একাত্তর টিভি