26.5 C
Chittagong
বুধবার, ৯ অক্টোবর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদশিরোনামরাজনৈতিক দলগুলোকে শুনতে হবে তরুণদের কথা: পিটার হাস

রাজনৈতিক দলগুলোকে শুনতে হবে তরুণদের কথা: পিটার হাস

সুসংবাদ ডেস্ক:

দুর্নীতি, বাকস্বাধীনতা না থাকা, আস্থার সংকট ও ভোট দিতে না পারার সংস্কৃতি তরুণদের রাজনীতি বিমুখ করে বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে, গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে তরুণদের রাজনীতিতে আসার আহবান জানান রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

দেশের রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে হলে রাজনৈতিক দলগুলোকে শুনতে হবে তরুণদের কথা। আর তাই নাগরিকদের প্রত্যাশার গুরুত্ব দিতে ‘আমিও জিততে চাই’ শিরোনামে ইউএসএইড এর অর্থায়নে বছরব্যাপী প্রচার চালাবে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। বুধবার বিকেলে এর উদ্বোধন করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

তিনি বলেন, গণতান্ত্রিক নির্বাচনে মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে নির্বাচন কার্যকর হয়।

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, দুর্নীতি, বাকস্বাধীনতা না থাকা, আস্থার সংকট ও ভোট দিতে না পারার সংস্কৃতির কারণে তরুণরা রাজনীতি বিমুখ হয়। তাই আমি মনে করি, গণতান্ত্রিক নির্বাচনে সব ধরনের মানুষের অংশগ্রহণ ও ভূমিকা থাকলে সে নির্বাচন সার্থক ও কার্যকর হবে।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রধান ডানা এল ওল্ডস তার উদ্বোধনী বক্তব্যে তরুণদের প্রত্যাশাকে গুরুত্ব দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানান।

দেশের গুণগত পরিবর্তনের জন্য তরুণদের রাজনীতিতে আসার আহবান জানান দলগুলোর নেতারা।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ বলেন, উন্নত বাংলাদেশ গঠনে যেন তারা (তরুণরা) ভূমিকা রাখতে পারে। অতীতে বাংলাদেশের ব্যাংক সেক্টর থেকে একশ্রেণীর ব্যবসায়ীরা হাজার-হাজার কোটি টাকা সরিয়ে নিয়েছে। যা দিয়ে তরুণদের কর্মসংস্থানের সুযোগ আরও ভালোভাবে হতে পারতো।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমান বলেন, নিরাপত্তাহীনতা ও ভয়ের সংস্কৃতির কারণে তরুণরা রাজনীতিতে আসছে না।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে দেশের ১৮ জেলার নাগরিকদের প্রত্যাশা জানতে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। পরে আয়োজিত সম্মেলনে সারাদেশের দুইশ’ তরুণ প্রতিনিধি অংশ নেন। ক্রেডিট: একাত্তর টিভি