18.9 C
Chittagong
রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদটপ নিউজডেঙ্গুতে ১৪ মৃত্যু, হাসপাতালে ২৯৯৩

ডেঙ্গুতে ১৪ মৃত্যু, হাসপাতালে ২৯৯৩

সুসংবাদ ডেস্ক:

ডেঙ্গু আক্রান্ত হয়ে এক দিনে দেশে ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আটজন ঢাকার বাসিন্দা। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সারা দেশে ৭৩০ জনের মৃত্যু হলো।

২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার ৯৯৩ জন।

তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৯৪ জন ও ঢাকার বাইরের এক হাজার ৯৯৯ জন।

শনিবার (০৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এমন তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রবিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত এক লাখ ৪৮ হাজার ৩২৮ জন ডেঙ্গু রোগী হাসাপাতালে ভর্তি হয়েছে।

বছরের একই সময়ে আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এক লাখ ৩৭ হাজার ৭২৭ জন।