ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির পূর্বাভাস আগেই ছিলো। সেই শঙ্কাই সত্যি হলো। ভারতীয় ইনিংসের মাঝপথে বৃষ্টির হানা। আপাতত উইকেট ঢেকে রাখা হয়েছে কভার দিয়ে।
রোববারের ম্যাচে বৃষ্টির আগে ২৪.১ ওভারে ২ ওপেনারের উইকেট হারিয়ে ১৪৭ রান করে ভারত। ২৮ বলে ১৭ আর ১৬ বলে ৮ রানে অপরাজিত আছেন লোকেশ রাহুল ও বিরাট কোহলি।
বৃষ্টি কারণে আর খেলা সম্ভব না হলে পরবর্তীতে খেলা হবে রিজার্ভ ডে তে।
শ্রীলংকার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের ১৬তম আসরের ৯ম ম্যাচে মুখোমুখি হয় দুই চির প্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান।