26 C
Chittagong
শনিবার, ৫ অক্টোবর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদশিক্ষাচবির শাটলে গাছের আঘাত, মুখ-মাথা ফেটে গেছে অনেক শিক্ষার্থীর

চবির শাটলে গাছের আঘাত, মুখ-মাথা ফেটে গেছে অনেক শিক্ষার্থীর

সুসংবাদ ডেস্ক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটলের ছাদে বসে ক্যাম্পাসে ফেরার সময় হেলে পড়া গাছের ডালের ধাক্কায় অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বটতলী স্টেশন থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গামী রাতের শাটল ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। এর আগে একইদিন দিনের দিনেও গাছের সাথে আঘাত পেয়ে ৩ শিক্ষার্থী আহত হন।

একইদিন বিকেলে গাছের ধাক্কায় তিন শিক্ষার্থী গুরুত্বর আহত হন

প্রত্যক্ষদর্শী পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মোয়াজ্জেম হোসেন বলেন, আমরা শাটল ট্রেনের ছাদে চড়ে ক্যাম্পাসে ফিরছিলাম। ক্যান্টনমেন্ট এলাকা পার হওয়ার পর চৌধুরীহাট এলাকায় আসলে গাছের একটি ডালের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে তিনজন ট্রেন থেকে পড়ে যায়। এছাড়া ১৫-২০ জনের মতো আহত হয়। তার মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের অনেকেরই মাথা ও মুখ ফেটে গেছে।

এখন পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা জানা যায়নি। আহতদেরকে স্থানীয় ক্লিনিক ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

বিস্তারিত আসছে