‘শত্রুদের সতর্ক করতে’ কৌশলগত পারমাণবিক হামলার মহড়া চালিয়েছে উত্তর কোরিয়া। দুটি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ে কথিত শত্রুদের সতর্কবার্তা দিয়েছে দেশটি।
রবিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার দিনের শুরুর দিকে এ মহড়া চালায় পিয়ংইয়াং।
পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি হিসেবে এই মহড়া বলে জানিয়েছে কিম প্রশাসন। পাশাপাশি দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সামরিক প্রতিরোধ জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি।
প্রতিবেদনে বলা হয়েছে, মহড়ায় মক (নকল) পারমাণবিক ওয়ারহেড বহনকারী দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র কোরীয় উপদ্বীপের পশ্চিম সাগরের দিকে ছোড়া হয়। যা ১৫০ মিটার উচ্চতায় ১৫০০ কিলোমিটার (৯৩০ মাইল) দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করে।
জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত মাসে একটি ব্যর্থ গুপ্তচর স্যাটেলাইট উৎক্ষেপণসহ সাম্প্রতিক সপ্তাহগুলোতে একাধিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে দেশটি। আর এসবের জন্য উস্কানিদাতা হিসেবে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে দায়ী করছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন।