26.5 C
Chittagong
বুধবার, ৯ অক্টোবর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামরাউজানে শহীদ মন্নান স্মৃতি সংস্থা’র সভাপতি সাদ্দাম, সম্পাদক আরফাত

‘সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে’

রাউজানে শহীদ মন্নান স্মৃতি সংস্থা’র সভাপতি সাদ্দাম, সম্পাদক আরফাত

নিজস্ব প্রতিবেদক:

সমাজ উন্নয়নে কাজ করা সংগঠন শহীদ মন্নান স্মৃতি সংস্থার দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। এতে কাউন্সিলরদের ভোটে মুহাম্মদ সাদ্দাম হোসেনকে সভাপতি ও নঈম উদ্দিন আরফাতকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

গত শুক্রবার (২৫ আগস্ট) রাউজান উপজেলার হলদিয়া উত্তর সর্তা এলাকার লস্কর উজির বাড়িতে সংস্থার অস্থায়ী কার্যালয়ে কাউন্সিল সম্পন্ন ও  এলাকার মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

মোঃ সাদ্দাম হোসেনের সভাপতিত্বে মোহাম্মদ আলাউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ মনির হোসেন।

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সংস্থার উপদেষ্টা গোলাম মোস্তফা। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মো. সোহেল উদ্দিন, জমির উদ্দিন সানি, মো. নজরুল ইসলাম রিফাত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ও লেখক নূর মোহাম্মদ রানা, অ্যাডভোকেট রিয়াজ মঞ্জুরুল হক।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোঃ রবিউল হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিগত কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন, সাবেক দায়িত্ববানরা এই এলাকায় সক্রিয় থেকে সমাজ সেবা এবং সমাজের উন্নয়নে অবদান রেখেছেন। এটা খুবই ভাল দৃষ্টান্ত।

নবগঠিত কমিটিকে পূর্বের কমিটির চেয়েও সমাজ উন্নয়নের অধিক সক্রিয় থাকার আহ্বান জানিয়ে দিনি আরো বলেন, ‘ হবে। যাতে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে সহযোগিতা হয়।

এসময় তিনি সমাজসেবা অফিস থেকে সংগঠনকে অতীতের মতো সহযোগিতার আশ্বাসও দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি সাংবাদিক নূর মোহাম্মদ রানা বলেন, মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখায় অনুপ্রাণিত করার জন্য শিক্ষা সামগ্রী বিতরণ এক অনন্য দৃষ্টান্ত। এ ধারা অব্যাহত থাকলে এলাকার মেধাবী সন্তান উৎসাহ পাবে এবং লেখা পড়ায় আরো এগিয়ে যাবে। এবং সংগঠন সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

পরে ১১ জন কাউন্সিলরের মাধ্যমে নির্বাচিত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন প্রধান কাউন্সিলর মাওলানা আহমদ হোসেন রেজভী।

এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সোলায়মান মাস্টার, মো. জসিম উদ্দিন, মো. সরোয়ার উদ্দিন , মোহাম্মদ বেদার, মোহাম্মদ নেজাম প্রমূখ।

নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন, জমিরউদ্দিন সানি (সহ-সভাপতি), ফয়সাল সহ-সভাপতি, মোহাম্মদ আলাউদ্দিন সহসাধারণ সম্পাদক ওমর ফারুক সাংগঠনিক সম্পাদক, নজরুল ইসলাম রিফাত সহ-সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ ইরফান সহ-সাংগঠনিক সম্পাদক, আবু তালেব ফাহিম অর্থ সম্পাদক, জামাল উদ্দিন বাপ্পি সহ-অর্থ সম্পাদক, নুরুল হায়দার ইমন দপ্তর সম্পাদক, রবি সহ-দপ্তর সম্পাদক, মোজাম্মেল হোসেন নাফিস প্রচার সম্পাদক, সাইফুল ইসলাম সহ-প্রচার সম্পাদক, রবিউল হোসেন মুন্না ধর্ম বিষয়ক সম্পাদক, সাজেদুল ইসলাম তানভীর সহ-ধরর্ম সম্পাদক, আবু তালেব বাবর ক্রীড়া সম্পাদক, নেজাম উদ্দিন সহ-ক্রীড়া সম্পাদক, ফরহাদ হোসেন শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক এবং জিসান শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক নির্বাচিত হন।