সৌদি প্রো লিগে এবারের মৌসুমে নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরেছিল আল নাসর। অবশেষে ক্রিশ্চিয়ানো রোনালদো ও সাদিও মানের হাত ধরে দলটি জয়ের দেখা পেল। শুক্রবার রাতে আল ফাতেহকে বিধ্বস্ত করেছে আল নাসর। এই ম্যাচে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন রোনালদো। তার নতুন সঙ্গী সাদিও মানে করেছেন জোড়া গোল। আল নাসর পেয়েছে ৫-০ গোলের বড় জয়। ম্যাচ শেষে উচ্ছ্বসিত সিআরসেভেন।
সৌদি স্পোর্টস কোম্পানি চ্যানেলকে রোনালদো বলেন, ‘সৌদি আরবে আমার আনন্দের কোনো সীমা নেই।আমার অগাধ বিশ্বাস, সৌদি লিগ বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ লিগ হিসেবে প্রতিষ্ঠিত হতে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত। এই কথা আমি গত বছরই বলেছিলাম। অসাধারণ সব প্রতিভা এই লিগের প্রতি আকৃষ্ট হচ্ছে, এর সাক্ষী হওয়া দারুণ ব্যাপার।’
উল্লেখ্য যে, আল ফাতেহের বিপক্ষে ম্যাচের ৩৮, ৫৫ ও যোগ করা সময়ে গোল তিনটি করেন রোনালদো।