26 C
Chittagong
শনিবার, ৫ অক্টোবর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদশিরোনামঢাকায় পাঁচ লাখ শিক্ষার্থীর সমাবেশ করবে ছাত্রলীগ

ঢাকায় পাঁচ লাখ শিক্ষার্থীর সমাবেশ করবে ছাত্রলীগ

সুসংবাদ ডেস্ক:

পহেলা সেপ্টেম্বর স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ করতে চায় ছাত্রলীগ। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে পাঁচ লাখের বেশি শিক্ষার্থীকে জড়ো করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এই ঘোষণা দেন।

সাদ্দাম বলেন, পহেলা সেপ্টেম্বরের ছাত্র সমাবেশ হবে স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ। এই সমাবেশ থেকে আগামী জাতীয় নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেয়া হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে অনুষ্ঠেয় এই সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলেও জানান সাদ্দাম।

তিনি বলেন, আপনারা জানেন শোকের মাস অগাস্টে বাংলাদেশ ছাত্রলীগ মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করে থাকে। প্রতিবারের ন্যায় এ বছরও তার ব্যত্যয় ঘটেনি। মাসব্যাপী কর্মসূচি পালনের সমাপ্তিতে বাংলাদেশ ছাত্রলীগ প্রতিবছর আলোচনা সভার আয়োজন করে থাকলেও এ বছর ছাত্র সমাবেশের উদ্যোগ নেয়া হয়েছে।

৩১ আগস্ট সমাবেশের পরিকল্পনা থাকলেও কর্মদিবসে এইচএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি এড়াতে তা একদিন পিছিয়ে দেয়া হয়।