ইউরোপ ছেড়ে সৌদি আরবের লিগে যাওয়ার ধুম লেগেছে। ক্রিশ্চিয়ানো রোনালদো, করিম বেনজিমা, সাদিও মানেদের পর সৌদি গেছেন ব্রাজিলীয় তারকা নেইমার জুনিয়রও। তবে আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি অবশ্য বিশাল অঙ্কের প্রস্তাব পেয়েও যাননি। এবার আর্জেন্টিনা জাতীয় দলে মেসির সতীর্থ রদ্রিগো ডি পলের দিকে হাত বাড়িয়েছে সৌদি ক্লাব আল আহলি।
মেসিকে বছরে ৪০ কোটি ইউরো পারিশ্রমিকে দলে ভেড়াতে চেয়েছিল আল হিলাল। এই প্রস্তাবে সাড়া দেননি মেসি, তিনি যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে। সৌদি ক্লাব আল আহলির টার্গেট এখন মেসির বডিগার্ড খ্যাত ডি পল। দলবদলের বাজার নিয়ে নির্ভরযোগ্য ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, ডি পলকে দলে ভেড়াতে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে যোগাযোগ করেছে আল আহলি।
বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘রেলেভো’র সংবাদকর্মী মাতেও মোরেত্তোও।
আল আহলি ডি পলের বর্তমান দল অ্যাতলেতিকোর কাছে ৩২ মিলিয়ন ইউরোর একটি আনুষ্ঠানিক প্রস্তাব জমা দিয়েছে। আহলি দল এরই মধ্যে তারকায় ঠাসা। তাদের স্কোয়াডে রয়েছেন রবার্তো ফিরমিনো, এদুয়ার্দো মেন্ডি, রিয়াদ মাহরেজ, ফ্র্যাঙ্ক কেসির মতো ফুটবলাররা।