চোট কাটিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের দলে ফিরলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।
মিশন হেক্সার লক্ষ্যে অবিচল ব্রাজিল। আগামী ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে ব্রাজিল তাদের ষষ্ঠ ট্রফির স্বপ্ন পূরণ করতে এখন থেকেই তৎপর।
তাই ব্রাজিলের আশার প্রতীক নেইমারকে রেখেই বাছাইপর্বের প্রথম দুই রাউন্ডের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন।
কাতার বিশ্বকাপে শেষবার সেলেসাও জার্সিতে খেলেছেন সদ্য আল হিলালে নাম লেখানো নেইমার। এরপর চোটে পড়ায় জাতীয় দলের তিনটি প্রীতি ম্যাচ মিস করেন এই তারকা। ৮ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে বাছাইপর্বের ম্যাচ দিয়ে দলে প্রত্যাবর্তন হতে পারে নেইমারের। ১২ সেপ্টেম্বর পেরুর বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা।
ব্রাজিল স্কোয়াড
গোলকিপার: আলিসন, এদেরসন, বেন্তো।
ডিফেন্ডার: দানিলো, ভ্যানডারসন, রেনান লদি, হেনরিখ, গ্যাব্রিয়েল মাগালহিস, মারকিনিওস, ইবানেজ, নিনো।
মিডফিল্ডার: ব্রুনো গিমারেজ, আন্দ্রে, জোয়েলিংতন , কাসেমিরো , রাফায়েল ভেইগা ।
ফরোয়ার্ড: নেইমার , গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, রিচার্লিসন, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র, আন্তোনি , ম্যাথুস কুনহা ।